সদ্য সংবাদ
দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার (২৯ জুন) বিকেলে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত মূল্য নির্ধারণ নীতিমালা অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের বর্তমান দামই বহাল রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের মতোই জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। ফলে নতুন করে মূল্য বৃদ্ধি করা হয়নি।
২০২৫ সালের ১ জুলাই থেকে প্রতি লিটার জ্বালানি তেলের দাম হবে:
* ডিজেল: ১০২ টাকা
* কেরোসিন: ১১৪ টাকা
* পেট্রোল: ১১৮ টাকা
* অকটেন: ১২২ টাকা
উল্লেখ্য, গত মে মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে পেট্রোল ও অকটেনের দামও কিছুটা হ্রাস পায়। কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছিল।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৪ সালের মার্চ মাস থেকে সরকার স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে। একইভাবে, এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস)-এর দামও মাসভিত্তিক হালনাগাদ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আয়শা/