সদ্য সংবাদ
এশিয়ান কাপের টিকিট পেল বাংলাদেশসহ ১১ দেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ। আর এই প্রতিযোগিতার মূলপর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল—যা দেশের ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই আসর শুধুমাত্র এশিয়ান কাপ নয়, পাশাপাশি ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। ফলে টুর্নামেন্টটি বাংলাদেশের নারী দলের জন্য অনেক বড় সুযোগ ও চ্যালেঞ্জ বয়ে আনছে।
বাংলাদেশ বাছাইপর্বে খেলেছে ‘সি’ গ্রুপে এবং তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে:
* বাহরাইনকে হারিয়েছে ৭-০ ব্যবধানে
* স্বাগতিক মিয়ানমারকে হারিয়েছে ২-১ গোলে
* তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৭-০ ব্যবধানে
মূলপর্বে খেলবে মোট ১২টি দল। এর মধ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পেয়েছে। এছাড়া ২০২২ সালের শীর্ষ তিন দল চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান বাছাইপর্ব না খেলেই টিকিট নিশ্চিত করেছে।
বাছাইপর্ব থেকে যারা মূলপর্বে জায়গা করে নিয়েছে:
* বাংলাদেশ (গ্রুপ ‘সি’)
* ভারত (গ্রুপ ‘বি’, চার ম্যাচেই জয়)
* চীনা তাইপে (গ্রুপ ‘ডি’, শতভাগ সাফল্য)
* ভিয়েতনাম (গ্রুপ ‘ই’, শতভাগ সাফল্য)
* উজবেকিস্তান (গ্রুপ ‘এফ’, টাইব্রেকারে নেপালকে হারিয়ে)
* উত্তর কোরিয়া (গ্রুপ ‘এইচ’, পূর্ণ ৯ পয়েন্ট)
এই পর্যন্ত ১১টি দল নিশ্চিত হয়েছে। বাকি একটি দল উঠে আসবে গ্রুপ ‘এ’ থেকে, যেখানে খেলা শুরু হবে ৭ জুলাই ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে এবং শেষ হবে ১৯ জুলাই। ওই গ্রুপে আরও রয়েছে ইরান, জর্ডান ও লেবানন।
বাংলাদেশের মেয়েদের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার এক অসাধারণ সুযোগ।