ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩, জেলায় কারফিউ জারি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৯:৫১:৫১
গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩, জেলায় কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দিনভর চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। নিহতরা হলেন—দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। যদিও তাদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই সহিংসতা রুখতে প্রশাসন গোপালগঞ্জে রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। একইসঙ্গে জেলাজুড়ে ১৪৪ ধারা কার্যকর রয়েছে এবং মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি।

জানা গেছে, বুধবার দুপুরে চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষ্ক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই দিক থেকে একযোগে হামলা চালায়। হামলার সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মুহূর্তেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে। এনসিপি নেতারা প্রাণ বাঁচাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে তাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

গোপালগঞ্জে এ হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে অবরোধ ও বিক্ষোভ। ঢাকার শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম ও সিলেট সড়কে জনসাধারণ ও ছাত্রসমাজ অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

তবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেছেন, "সড়ক পুরোপুরি অবরোধ না করে একপাশে অবস্থান করুন, যাতে জনদুর্ভোগ না হয়।"

পরিস্থিতি এখনও থমথমে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ