ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

স্বর্ণখনি ধসে মৃত্যু ৫০ শ্রমিকের

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ৩০ ১৬:৩৫:৩০
স্বর্ণখনি ধসে মৃত্যু ৫০ শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক: উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওয়াইদ মরুভূমিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন স্বর্ণখনি শ্রমিক। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত সবাই খনিটিতে কাজ করছিলেন।

রবিবার সকালবেলায় খনির একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে। বিপুল পরিমাণ বালু ও পাথরের নিচে চাপা পড়ে বহু শ্রমিক। দুর্ঘটনার পরপরই পাশের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। কিছুক্ষণ পর আসে সরকারি উদ্ধারকারী দল। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে যারা ছিলেন, তাদের মধ্যে কেউই জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার হওয়া শ্রমিকের সংখ্যা খুবই কম।

স্থানীয় সূত্রে জানা গেছে, খনিটিতে ছিল না কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা। মাত্র দুই মাস আগেও একই স্থানে ধসের ঘটনা ঘটেছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

বিশ্বের অন্যতম স্বর্ণ রপ্তানিকারক দেশ সুদান। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খনিতে অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষিত থাকে। ফলে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা—আর প্রাণ হারান দরিদ্র খেটে খাওয়া মানুষজন।

এই সাম্প্রতিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো সুদানে শ্রমিক নিরাপত্তার করুণ চিত্র। আন্তর্জাতিক মহলে ইতোমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ