ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি!

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ২১:১০:২৭
বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি!

হাসান: কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজ্য বিজেপির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আগামী জানুয়ারিতে ৫ লাখ হিন্দু সন্ন্যাসীকে সাথে নিয়ে উপ-দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছেন এই বিজেপি নেতা।

স্মারকলিপি প্রদান ও পুলিশের বাধাএদিন দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে গেরুয়াধারী সাধু-সন্ত ও বিজেপি কর্মীদের একটি বিশাল মিছিল বাংলাদেশের উপ-দূতাবাসের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রায় ২০০ মিটার দূরে বেগবাগান মোড়ে পৌঁছালে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতা-কর্মীরা। পরবর্তীতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কড়া নিরাপত্তায় উপ-দূতাবাসে গিয়ে ডেপুটি হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি জমা দেন।

৫ লাখ সাধু নিয়ে ঘেরাওয়ের হুমকিপ্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গত সোমবার থেকেই তারা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে বিভিন্ন মাধ্যমে তাদের দাবি ও প্রতিবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, "মমতা যতই পুলিশ দিয়ে প্রাচীর তৈরি করুক, ব্যবস্থা না নেওয়া হলে সব উপড়ে ফেলা হবে।"

শুভেন্দু আরও বড় আন্দোলনের ডাক দিয়ে বলেন, "গঙ্গাসাগর মেলায় অংশ নিতে জানুয়ারিতে ৫ লাখ সাধু আসবেন। পুণ্যস্নান শেষে আমি নিজে তাদের পথ দেখিয়ে এই মিশনের সামনে নিয়ে আসব। সেদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মার কত ক্ষমতা আছে তা দেখা যাবে।"

রাজনৈতিক সমীকরণ ও উত্তেজনামিছিলে উপস্থিত ছিলেন হাজারো সাধু ও নাগা সন্ন্যাসী। শুভেন্দু অধিকারীর এই হুমকির ফলে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এই বিক্ষোভ বিশাল রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ: শুভেন্দু অধিকারী বিক্ষোভ কলকাতা বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা নিউজ ৫ লাখ সন্ন্যাসী ঘেরাও হুমকি গঙ্গাসাগর মেলা ২০২৬ আপডেট বাংলাদেশে হিন্দু নির্যাতন অভিযোগ বিজেপি মিছিল কলকাতা আজ ডেপুটি হাইকমিশনার সাক্ষাৎ শুভেন্দু পশ্চিমবঙ্গ রাজনীতি খবর বাংলাদেশের দূতাবাস ঘেরাও সাধু সন্ন্যাসী বিক্ষোভ কলকাতা মমতা বনাম শুভেন্দু নিউজ সংখ্যালঘু সুরক্ষা আন্দোলন বাংলাদেশ ভারত সম্পর্ক ২০২৫ কলকাতা পুলিশ বেগবাগান মোড় ব্রেকিং নিউজ কলকাতা Suvendu Adhikari Kolkata Protest Bangladesh Deputy High Commission Protest 5 Lakh Monks Siege Threat BJP Protest Kolkata Today Suvendu Adhikari vs Mamata Banerjee Bangladesh Minority Protection Rally Kolkata Bangladesh Mission Security Gangasagar Mela 2026 Protest Hindutva Rally Kolkata Suvendu Adhikari Statement Today Bangladesh-India Diplomatic Tension Sealdah Station Protest March Kolkata Police Security Update BJP Sadhus March Kolkata Suvendu Adhikari Bangladesh News

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ