ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা: রাজপথে ফেরার চূড়ান্ত প্রস্তুতিতে সরকারি কর্মচারীরা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৬ ১৬:৫৫:৪২
পে স্কেল নিয়ে অনিশ্চয়তা: রাজপথে ফেরার চূড়ান্ত প্রস্তুতিতে সরকারি কর্মচারীরা

হাসান: প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বেতন বৈষম্য নিরসন ও নতুন পে স্কেলের দাবিতে আবারও রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন কয়েক লাখ সরকারি চাকুরিজীবী। দাবি আদায়ে কাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের নতুন এবং কঠোর রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে কর্মচারী সংগঠনগুলো।

অসন্তোষের মূলে অর্থ উপদেষ্টার অবস্থান পরিবর্তনআন্দোলনের নেপথ্যে রয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে আসা পরস্পরবিরোধী বক্তব্য। গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করার সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশ্বস্ত করেছিলেন যে, এই সরকারের আমলেই নতুন পে স্কেল কার্যকর হবে। কিন্তু নভেম্বরে তিনি হঠাৎ অবস্থান পরিবর্তন করে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। উপদেষ্টার এই ‘ভোলবদল’ এবং পে কমিশনের সুপারিশ জমাদানে দীর্ঘসূত্রতাকে কেন্দ্র করেই কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শোক কাটিয়ে নতুন বছরের বড় আন্দোলনের ছকইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির প্রয়াণে শোক প্রকাশ করতে গিয়ে এর আগে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে এখন আর ঘরে বসে থাকতে রাজি নন তারা। ২০২৬ সালের শুরু থেকেই দেশব্যাপী একযোগে বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত কর্মসূচির তালিকায় রয়েছে প্রতীকী অনশন, মহাসমাবেশ এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি। কালকের সংবাদ সম্মেলনেই এসব কর্মসূচির সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে।

শৃঙ্খলায় অনড়, তবে দাবিতে অটলআন্দোলনের ডাক দিলেও প্রজাতন্ত্রের সেবক হিসেবে পেশাগত মর্যাদা ও সরকারি বিধিমালা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন কর্মচারী নেতারা। ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ জানিয়েছে, কোনোভাবেই অরাজকতা বা শৃঙ্খলা ভঙ্গ করা হবে না। আইনি কাঠামোর ভেতরে থেকেই তারা নিজেদের ন্যায্য অধিকারের লড়াই চালিয়ে যাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে পে স্কেল নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সরকারের কার্যকর হস্তক্ষেপই এখন তাদের প্রধান দাবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ