ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

রাষ্ট্রপতির হাত থেকে ‘বাল’ পুরস্কার নিলেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০১:২৬:১৭
রাষ্ট্রপতির হাত থেকে ‘বাল’ পুরস্কার নিলেন ভারতীয় ক্রিকেটার

হাসান: ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে একের পর এক বিশ্বরেকর্ড চুরমার করা ১৪ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীর মুকুটে যুক্ত হলো অনন্য এক পালক। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই খুদে প্রতিভাকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ প্রদান করেন। ২০২৫ সালে ক্রীড়াক্ষেত্রে অবিশ্বাস্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে।

শান্তকে টপকে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের তকমাযুব ওয়ানডে ক্রিকেটে এখন নতুন রাজা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে ইংল্যান্ডের বোলারদের নাস্তানাবুদ করে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। এর মাধ্যমে তিনি বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর রেকর্ডটি ভেঙে দিয়েছেন। শান্ত ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া সূর্যবংশীর ৭৮ বলে করা ১৪৩ রানের ইনিংসটি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডকেও নতুন করে লিখেছে।

৩৬ বলে সেঞ্চুরি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্ব কাঁপানো তাণ্ডবসিনিয়র পর্যায়েও বৈভব সূর্যবংশীর ব্যাট যেন আগ্নেয়গিরি! বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাত্র দুদিন আগে তিনি খেলেছেন ৮৪ বলে ১৯০ রানের এক অবিশ্বাস্য ইনিংস। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এই ইনিংসে তিনি মাত্র ৩৬ বলে সেঞ্চুরি এবং ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৫০ রানের বিশ্ব রেকর্ড।

বিহারের বিশ্ব রেকর্ড ও আইপিএল জাদুকরবৈভব ও সাকিবুল গনির জোড়া তাণ্ডবে মধ্যপ্রদেশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে রেকর্ড ৫৭৪ রান সংগ্রহ করে বিহার ক্রিকেট দল। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্ব রেকর্ড। এর আগে ২০২২ সালে তামিলনাড়ুর করা ৫০৬ রানই ছিল সর্বোচ্চ। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে নাম লিখিয়ে বিশ্বকে চমকে দেওয়া এই বাঁহাতি ব্যাটার এখন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম ধ্রুবতারা। রাষ্ট্রপতির এই সম্মান তাঁর আগামীর পথচলায় বাড়তি জ্বালানি জোগাবে বলে মনে করছে ক্রীড়া মহল।

ট্যাগ: বৈভব সূর্যবংশী বিশ্বরেকর্ড প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৫ বিজয় হাজারে ট্রফি ২০২৫ হাইলাইটস দ্রুততম ১৫০ রান লিস্ট এ ক্রিকেট বৈভব সূর্যবংশী আইপিএল নিলাম নাজমুল হোসেন শান্তর রেকর্ড ভঙ্গ বিহার বনাম মধ্যপ্রদেশ ৫৭৪ রান সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ভারতের নতুন ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী ৩৬ বলে সেঞ্চুরি ক্রিকেট রেকর্ড ২০২৫ বৈভব সূর্যবংশী ব্যাটিং ভিডিও দ্রৌপদী মুর্মুর হাতে পুরস্কার ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বিজয় হাজারে ট্রফি স্কোরকার্ড Vaibhav Suryavanshi World Record Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2025 Fastest 150 in List A Cricket Vaibhav Suryavanshi 36 ball Century Youngest Century in Youth ODI Vaibhav Suryavanshi vs Najmul Hossain Shanto Bihar Cricket Team 574 Runs Record Vaibhav Suryavanshi IPL Price List A Highest Team Total World Record Vijay Hazare Trophy 2025 News Vaibhav Suryavanshi Batting Highlights Youngest Centurion in Men Cricket India Future Cricket Star President Droupadi Murmu Bal Puraskar Cricket Breaking News 2025

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ