ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০০:১২:৩৯
আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

হাসান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থগিতাদেশ ও শিক্ষার্থীদের বিক্ষোভমঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে শোকের আবহে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি ছিল, কোনো অবস্থাতেই গণতান্ত্রিক এই প্রক্রিয়া থামানো যাবে না।

সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্তশিক্ষার্থীদের অনড় অবস্থান ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি করে বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। দীর্ঘ পর্যালোচনার পর শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনিক বাস্তবতা মাথায় রেখে নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত করা হয়। অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় আমরা আগামী ৬ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশনকে এই অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

নির্বাচন কমিশনের প্রস্তুতিনতুন তারিখ ঘোষণার পর নির্বাচন কমিশন জানিয়েছে, খুব শীঘ্রই নির্বাচনের সংশোধিত পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ব্যালট পেপার এবং ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনাবলী আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। নির্বাচনের নতুন তারিখ পাওয়ায় ক্যাম্পাসে বর্তমানে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচন ২০২৬ জকসু নির্বাচনের নতুন তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিউজ আজ জকসু ও হল সংসদ নির্বাচন জবি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৬ জানুয়ারি জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সংবাদ ড. বেলাল হোসেন জবি জকসু নির্বাচন স্থগিত কেন জকসু নির্বাচনের সংশোধিত রুটিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জবি নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের আন্দোলন জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর বিপিএল ও জকসু নির্বাচন ২০২৬ JOKSU Election New Date 2026 Jagannath University JOKSU Update JNU Student Council Election JNU Special Syndicate Meeting JOKSU Election January 6 Jagannath University Protest Today JNU Student Politics News JOKSU Hall Council Election Dr. Belal Hossain JNU JNU Administration Decision JOKSU Election Postponed News Jagannath University Latest News BD JNU Election Commission Notice JOKSU Revised Schedule 2026 JNU Campus Situation Update

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ