ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

নতুন বছরে বিশাল সুখবর: এক লাফে কমলো স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০১ ১৪:৪০:১৭
নতুন বছরে বিশাল সুখবর: এক লাফে কমলো স্বর্ণের দাম

রাকিব: নতুন বছরের শুরুতেই স্বর্ণের বাজারে এলো বড় স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে আসায় এক ধাক্কায় স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) থেকে সারা দেশে এই নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে।

টানা দরবৃদ্ধির পর এমন সিদ্ধান্তকে স্বর্ণক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিয়ের মৌসুম ও নতুন বছরের শুরুতে এই মূল্যহ্রাস বাজারে নতুন করে প্রাণ ফেরাতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এক লাফে কতটা কমল স্বর্ণের দাম

বাজুসের সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। মাত্র কয়েক দিন আগেই, ২৮ ডিসেম্বর, দেশের স্বর্ণের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায় পৌঁছেছিল। নতুন এই সংশোধনের ফলে সেই চাপ অনেকটাই হালকা হলো।

দাম কমায় নতুন করে গয়না কেনার পরিকল্পনা করা সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

এক নজরে স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি)

বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, আজ থেকে বাজারে স্বর্ণের দাম দাঁড়িয়েছে-

২২ ক্যারেট (হলমার্ক করা): ২,২৬,৯২৩ টাকা

২১ ক্যারেট: ২,১৬,৬০০ টাকা

১৮ ক্যারেট: ১,৮৫,৬৯১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৫৪,৭২৩ টাকা

এই দামগুলো কেবল স্বর্ণের কাঁচামালের মূল্য হিসেবে নির্ধারিত।

ভ্যাট ও মজুরি যোগে চূড়ান্ত দাম

স্বর্ণালঙ্কার কেনার সময় ক্রেতাদের মনে রাখতে হবে, বাজুস নির্ধারিত মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি (মেকিং চার্জ) যোগ হবে। গয়নার ডিজাইন, কারুকাজ ও ওজনের ওপর নির্ভর করে এই মজুরি আরও বাড়তে পারে।

এক বছরে দাম বদলেছে ৯২ বার

পরিসংখ্যান বলছে, গত এক বছরে এ নিয়ে মোট ৯২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে, আর ২৮ বার কমেছে। সে হিসাবে নতুন বছরের শুরুতেই দাম কমার এই সিদ্ধান্ত বাজারে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

রুপার দামে নেই কোনো পরিবর্তন

স্বর্ণের দামে বড় কাটছাঁট হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রুপার দাম-

২২ ক্যারেট রুপা: ৬,০৬৫ টাকা (ভরি)

২১ ক্যারেট রুপা: ৫,৭৭৪ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪,৯৫৭ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩,৭৩২ টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে যেকোনো সময় আবারও স্বর্ণের দাম সমন্বয় করা হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ