সদ্য সংবাদ
আবিষ্কৃত হলো নতুন রক্তের গ্রুপ — জি নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা বিজ্ঞানে এক অভূতপূর্ব অগ্রগতি এসেছে। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো একটি একেবারে নতুন ধরনের রক্তের গ্রুপ শনাক্ত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘জি নেগেটিভ’। প্রায় ৮০০ কোটি মানুষের মধ্যে মাত্র একজনের শরীরেই এই রক্তের অস্তিত্ব পাওয়া গেছে।
এই বিরল রক্তের ধরন প্রথম ধরা পড়ে ফ্রান্সে বসবাসরত এক নারী রোগীর শরীরে, যিনি ক্যারিবীয় অঞ্চলের গোয়াডেলু দ্বীপ থেকে এসেছেন। তার নামের সঙ্গে মিল রেখেই অপ্রাতিষ্ঠানিকভাবে এই রক্তের নামকরণ করা হয়েছে ‘গোয়াডা নেগেটিভ’ বা সংক্ষেপে ‘জি নেগেটিভ’।
রক্ত পরীক্ষার সময় চিকিৎসকরা লক্ষ্য করেন, এই নারীর রক্ত প্রচলিত কোনো গ্রুপের সঙ্গে মেলে না—এমনকি পূর্বে শনাক্ত হওয়া বিরল উপগ্রুপগুলোর সাথেও নয়। পরবর্তী বিশ্লেষণে দেখা যায়, তার লাল রক্তকণিকায় থাকা RH ও HRS নামক অ্যান্টিজেন দুটি সম্পূর্ণ নতুন ধরনের। এর ফলে তার রক্ত শুধুমাত্র তার নিজের শরীরেই গ্রহণযোগ্য, অন্য কারও দেহে ব্যবহার করা সম্ভব নয়।
বিজ্ঞানীদের ধারণা, এই রক্তের ধরন জন্মগত এবং সম্ভবত তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বিরল জিনগত পরিবর্তনের ফল। ইকোনমিক টাইমস জানিয়েছে, এ ধরনের রক্তকে ‘আল্ট্রা রেয়ার ব্লাড গ্রুপ’ হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু এই গ্রুপের ডোনার মাত্র একজন, তাই ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবহার করার জন্য তার রক্ত সংরক্ষণ করাই একমাত্র উপায়।
চিকিৎসকরা সতর্ক করে জানান, ভুল রক্ত গ্রুপ দিলে শরীর সেটিকে বিদেশি পদার্থ হিসেবে চিহ্নিত করে আক্রমণ করতে পারে। এতে ট্রান্সফিউশন রিঅ্যাকশন দেখা দিতে পারে, যার ফলে রোগীর জ্বর, শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্ত দেওয়ার আগে সঠিক ক্রসম্যাচিং নিশ্চিত করা চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
বিশ্লেষকেরা মনে করছেন, জি নেগেটিভ রক্ত শুধু চিকিৎসা নয়, মানবজাতির বিবর্তন ও জিনগত বৈচিত্র্য সম্পর্কেও নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। সায়েন্স অ্যালার্ট জানিয়েছে, গবেষকরা এখন পৃথিবীর অন্য অংশেও এ ধরনের রক্ত রয়েছে কি না, তা খুঁজে দেখছেন।
এই ঘটনাটি আরও একবার স্মরণ করিয়ে দেয়—রক্তের গ্রুপ শুধু রক্তদান বা গ্রহণের বিষয় নয়, বরং এটি মানবদেহ ও জীববিজ্ঞানের গভীর রহস্যের এক চাবিকাঠি।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- রেকর্ড পরিমাণ কমেছে জ্বালানি তেলের দাম
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- স্বর্ণের বাজারে ধস: কমছে দাম
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস