ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চেন্নাই নয় সাবেক গুরু এলান ডোলান্ডের অধীনে ২০২৫ আইপিএলে অন্য দলের হয়ে খেলবেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৮ ১২:০৬:২৩
চেন্নাই নয় সাবেক গুরু এলান ডোলান্ডের অধীনে ২০২৫ আইপিএলে অন্য দলের হয়ে খেলবেন মুস্তাফিজ

আলোচনা উঠেছিল যে চেন্নাইয়ে থাকবেন বাংলার কাটার মাস্টার, কিন্তু চেন্নাই নয় সাবেক গুরু এলান ডোলান্ডের অধীনে ২০২৫ আইপিএলে অন্য দলের হয়ে খেলবেন মুস্তাফিজ। যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রিটেইন না করে এবং তিনি লখনৌ সুপার জায়ান্ট্সে (LSG) যোগ দেন, যদি তাই হয় তাহলে ফিজের জন্য এটি অত্যন্ত ভালো দিক হবে। লখনৌ দলে বোলিং মেন্টর হিসেবে আছেন তার সাবেক কোচ এলান ডোনাল্ড, যার অধীনে থাকাকালে মুস্তাফিজ বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। ডোনাল্ডের তত্ত্বাবধানে ডেথ বোলিং ও ভেরিয়েশন নিয়ে আরও কাজ করার সুযোগ তার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে, যা আইপিএল-এর মতো টুর্নামেন্টে বিশেষভাবে কার্যকর।

সেখানে আরও একজন জনপ্রিয় ফাস্ট বোলার আছে, তার অধীনেও সে ভালো কিছু শিখতে পারবে। এলএসজি-র বোলিং ইউনিটে শক্তিশালী পেসার মার্ক উডের উপস্থিতিতে মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং স্টাইল দলের জন্য বাড়তি সুবিধা আনতে পারে। অন্য কথা থাক আর যাক ডেথ অভারে বেশি কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এলান ডোনাল্ডের মেন্টরশিপে এই দলবদল সফল হলে মুস্তাফিজ আরও অভিজ্ঞ হয়ে উঠবেন, যা আইপিএল ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে তার পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত