ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

জকসু নির্বাচন ২০২৬: ভোট গণনা শেষ-দেখুন ফলাফল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৮ ০০:৩৪:৩৯
জকসু নির্বাচন ২০২৬: ভোট গণনা শেষ-দেখুন ফলাফল

রাকিব: দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ৩৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল অভাবনীয় সাফল্য পেয়েছে। ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা ও নাটকীয়তামঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হলেও তথ্যে অমিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় গণনা বন্ধ ছিল। পরবর্তীতে গভীর রাতে সব কারিগরি জটিলতা কাটিয়ে আবারও গণনা শুরু হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়।

ভোটার উপস্থিতি ও অংশগ্রহণনির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসুর মূল সংসদে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। হলের ১ হাজার ২৪২ জন ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

শান্তিপূর্ণ গণতান্ত্রিক উৎসববিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পেরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ এই গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিউজ আজ জকসু নির্বাচন ফলাফল ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জকসু ভিপি রিয়াজুল ইসলাম জকসু জিএস আব্দুল আলিম আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির জয় অদম্য জবিয়ান ঐক্য প্যানেল জকসু নির্বাচনের সর্বশেষ খবর জবি ছাত্র সংসদ নির্বাচন ২০২৬ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ ফলাফল ওএমআর মেশিনে ভোট গণনা জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম জকসু নির্বাচন জবি নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জকসু এজিএস মাসুদ রানা জবি ছাত্র রাজনীতি ২০২৬ JOKSU Election Result 2026 Jagannath University Student Union Polls JOKSU VP Riazul Islam JOKSU GS Abdul Alim Arif Student Union Election JnU 2026 Shibir Supported Panel Win JOKSU JnU Student Politics News Today Odommo Jobian Oikko Panel Nawwab Faizunnesa Hall Result JnU Central Student Union Election Student Representative Polls JnU JnU First Student Union Election JOKSU AGS Masud Rana Jagannath University Election Live JOKSU Voter Turnout 2026

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ