ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব: আসল ঘটনা কী?

২০২৫ এপ্রিল ১৫ ১৫:১৬:২৬
তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব: আসল ঘটনা কী?

নিজস্ব প্রতিবেদক: বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবর সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই খবরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে—এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন এক ফেসবুক পোস্টে এ বিষয়ে স্পষ্ট করে বলেন, _“তোফায়েল ভাইকে নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অনুরোধ করব, কেউ যেন এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেন।”_

এছাড়া তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, _“স্যার ভালো আছেন, তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। মৃত্যুর যে খবর ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই।”_

সন্ধ্যার পর থেকেই টিকটক, ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। এ খবরে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। তবে তার ঘনিষ্ঠ সূত্র ও দলীয় নেতাকর্মীদের বক্তব্যে স্পষ্ট—তোফায়েল আহমেদ জীবিত ও সুস্থ আছেন, এবং এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

মাসুদ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ