ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

প্রশাসনের নিষ্ক্রিয়তায়: প্রকাশ্যে চালাচ্ছে গাঁ’জা-ইয়া’বার কারবার

২০২৬ জানুয়ারি ২০ ০১:২৪:৩৬
প্রশাসনের নিষ্ক্রিয়তায়: প্রকাশ্যে চালাচ্ছে গাঁ’জা-ইয়া’বার কারবার

রাকিব: শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের খামারিয়া পাড়া ও মুন্সিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা এবং সেবনের ভয়াবহ বিস্তার দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে গাঁজা ও ইয়াবার কারবার চালাচ্ছে, অথচ প্রশাসন থেকে দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর নজরদারি নেই।

গ্রামবাসীরা জানিয়েছেন, আজকের সমাজে চোর, জুয়াড়ি ও মাদককারবারিরাই সবচেয়ে প্রভাবশালী ও নির্ভীক হয়ে উঠেছে। তারা প্রকাশ্যে চলাফেরা করছে, আর যারা মাদকমুক্ত সমাজ গড়তে চায়, তাদেরই দিন দিন অসহায় হয়ে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাদক চক্রের এই বিস্তার কিশোর ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। স্কুলপড়ুয়া শিশু থেকে তরুণরা পর্যন্ত একটি বড় অংশ ধীরে ধীরে মাদকের ফাঁদে জড়িয়ে পড়ছে। পরিবারের ভাঙন নীরবে হচ্ছে, কিন্তু দায়িত্বশীলরা যেন চুপচাপ বসে আছে।

একাধিকবার বিষয়টি থানায় জানানো হলেও শ্রীবরদী থানার পক্ষ থেকে কার্যকর তদন্ত বা স্থায়ী সমাধান হয়নি। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়েছে।

সচেতন মহলের মতে, প্রশাসনের এই নিষ্ক্রিয়তা শুধু দায়িত্বে অবহেলা নয়, বরং অপরাধকে প্রশ্রয় দিচ্ছে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে খামারিয়া পাড়া ও মুন্সিপাড়া কেবল একটি এলাকা নয়, বরং পুরো সমাজই মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গ্রামবাসীরা দাবি করেছেন, বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদকচক্রকে আইনের আওতায় আনা, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি, এবং দায়িত্বরত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় প্রশাসনের নীরবতা ইতিহাসে একটি ভয়াবহ ব্যর্থতা হিসেবেই ধরা হবে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ সমাজে সবচেয়ে শক্ত অবস্থানে আছে চোর, জুয়াড়ি আর মাদককারবারিরা। আর যারা ভালো মানুষ, তাদের বারবার চুপ থাকতে বলা হয়।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ