ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

ভয়াবহ বি’স্ফোরণ: নি’হত ৭ জন

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৯ ২৩:১৫:২০
ভয়াবহ বি’স্ফোরণ: নি’হত ৭ জন

হাসান: আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্ফোরণটি কাবুলের শার-ই-নাও এলাকায় ঘটেছে। এলাকাটি মূলত বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং শহরের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

একটি স্থানীয় হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও ইমার্জেন্সির বরাতে জানা গেছে, বিস্ফোরণের পরে আহতদের কাবুলে ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগে সাতজনের মৃত্যু হয়েছে।

তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলে বিস্ফোরণের ঘটনা কমে গেছে। তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত গোষ্ঠীগুলো মাঝে মাঝে হামলা চালাচ্ছে। ২০২৫ সালে ইতিমধ্যে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ