ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপ’নাঙ্গ কা’টলেন স্ত্রী

২০২৬ জানুয়ারি ১৭ ২৩:৫৮:১৪
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপ’নাঙ্গ কা’টলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে পারিবারিক বিরোধের চরম পরিণতিতে এক ইতালি প্রবাসীর গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯)-কে আটক করেছে পুলিশ।

মধ্যরাতে লোমহর্ষক ঘটনা

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঈমের সঙ্গে একই গ্রামের শিউলির বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়, বিশেষ করে স্ত্রীর কথিত পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল।

চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করলে দুজনের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে দুজনের মধ্যে ফের ঝগড়া হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে শিউলি স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ভোরে ব্লেড দিয়ে গুরুতর আঘাত করেন।

হাসপাতালে চিকিৎসা, ঢাকায় রেফার

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানান, আঘাতে গোপনাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ কর্তন হয়নি। সার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পরিবারের দাবি বিচার

নাঈমের ভাবি শেফালি বেগম বলেন, “চারদিন পরেই তার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী পরিকল্পিতভাবে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এই ভয়াবহ কাজ করেছে। আমরা ন্যায়বিচার চাই।”

পুলিশি বক্তব্য

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দ্বিতীয় বিয়ের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিউলি পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ