ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

পে স্কেল নিয়ে আবারও কমিশনের যে সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১৫:০২:৫৭
পে স্কেল নিয়ে আবারও কমিশনের যে সিদ্ধান্ত

রাকিব: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলেও নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পূর্ণ কমিশন সভায় আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রতিফলন না থাকায় কমিশনের একজন সদস্য পদত্যাগ করায় পুরো প্রক্রিয়া নতুন বিতর্কে পড়েছে।

কাঠামো অপরিবর্তিত, সিদ্ধান্ত ঝুলছে বেতন নির্ধারণে

দীর্ঘ আলোচনার পর গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব বাতিল করে বিদ্যমান ২০ গ্রেডেই পে-স্কেল সাজানোর সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অঙ্ক কত হবে এ প্রশ্নে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি। ফলে কাঠামো ঠিক থাকলেও মূল বেতন নির্ধারণের কাজ থমকে আছে।

১:৮ অনুপাত নিয়েও মতবিরোধ

সূত্র বলছে, বেতন বৈষম্য কমাতে ১:৮ অনুপাত ধরে নতুন স্কেল করার পরিকল্পনা থাকলেও সর্বনিম্ন বেতন কত হবে নিয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে। এ জট নিরসনে আগামী ২১ জানুয়ারি আবার বৈঠক ডাকা হয়েছে। এর আগে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে চূড়ান্ত দিকনির্দেশনা নেওয়ার চেষ্টা করবেন।

শিক্ষকদের বঞ্চনার অভিযোগে পদত্যাগ

এমন টানাপোড়েনের মধ্যেই কমিশনের খণ্ডকালীন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। ঢাবি রেজিস্ট্রার ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দেওয়া ৩৩টি সুপারিশের কোনোটিই নতুন কাঠামোয় গুরুত্ব পায়নি। এই উপেক্ষার প্রতিবাদেই তিনি সরে দাঁড়িয়েছেন।

নতুন চ্যালেঞ্জের মুখে পে-স্কেল

২০ গ্রেড বহালের সিদ্ধান্ত একদিকে স্বস্তি দিলেও শিক্ষকদের অসন্তোষ ও সদস্যের পদত্যাগ পুরো উদ্যোগকে অনিশ্চয়তায় ফেলেছে। সমাধানের পথ না মিললে নবম পে-স্কেল বাস্তবায়ন আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর

এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর

হাসান: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো... বিস্তারিত