ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১৪:০৭:৪১
এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর

হাসান: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এর সুফল খুব শিগগিরই পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এলপিজির সরবরাহ ও মূল্য দুই ক্ষেত্রেই অস্থিরতা দেখা দেওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান অভিযোগ করেন, সরকার নির্ধারিত ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার বাজারে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাঁর মতে, মূল্য নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা জরুরি, নইলে ভোক্তা ভোগান্তি কমবে না।

বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারি মাসেই প্রায় দেড় লাখ টন এলপিজি দেশে আমদানি হচ্ছে। পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকার, আমদানিকারক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে চলমান অস্থিরতা কাটিয়ে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা যাবে। ফলে এবার রমজানে এলপিজি নিয়ে সাধারণ মানুষকে দুশ্চিন্তায় পড়তে হবে না বলেই আশা সংশ্লিষ্টদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ