ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ২২:২০:৪৩
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

হাসান: মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় বড় ধরনের ব্যাখ্যা দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর সরাসরি অনুমতি নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক নয়। বরং এই অনুমতির ক্ষমতা থাকবে ‘আরবিট্রেশন কাউন্সিল’ বা সালিশি পরিষদের হাতে।

একটি রিট আবেদনের পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃত্ব সালিশি পরিষদের। ফলে স্ত্রীর সম্মতির চেয়ে ওই পরিষদের সিদ্ধান্তই আইনের দৃষ্টিতে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর হিসেবে বিবেচিত হবে।

আইনের বিবর্তন ও আদালতের বিশ্লেষণ

২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত আইনের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় অনুমতি ছাড়া পুনরায় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। তবে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন প্রণয়নের মাধ্যমে পুরুষের দ্বিতীয় বিয়ের বিষয়টি সালিশি পরিষদের আওতায় আনা হয়। সেই আইনে পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তবে কোথাও সরাসরি স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা উল্লেখ নেই এটাই আদালতের পর্যবেক্ষণ।

আপিলের পথে রিটকারীরা

এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন রিটকারীরা। তাদের আশঙ্কা, স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের সুযোগ বহুবিবাহের প্রবণতা বাড়াতে পারে এবং এতে নারীদের সুরক্ষা ও অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। নারী–পুরুষের সমান অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে তারা উচ্চতর আদালতের হস্তক্ষেপ চাওয়ার কথা জানিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ