ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

হাসান

রির্পোটার

মগবাজারে ককটেল বিস্ফো'রণ, নি'হত এক যুবক

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ২২:৫৩:১৭
মগবাজারে ককটেল বিস্ফো'রণ, নি'হত এক যুবক

হাসান: দিনশেষে কাজ সেরে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন খুলনার যুবক সিয়াম মজুমদার। কিন্তু এক মুহূর্তের বিকট শব্দ সব ওলটপালট করে দিল। মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল বা বিস্ফোরক সরাসরি তার ওপর এসে পড়ে। নিমিষেই রাজপথের ধুলোয় লুটিয়ে পড়েন ২১ বছর বয়সী এই তরুণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে সিয়াম মগবাজারের সেই চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আকাশ থেকে পড়ার মতো বিকট শব্দে কিছু একটা বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে দেখা যায় সিয়ামের মাথার খুলি উড়ে গেছে এবং তিনি নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। কে বা কারা ফ্লাইওভার থেকে এই হামলা চালিয়েছে, তা অন্ধকারে ঢাকা পড়লেও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন। তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে। তিনি বলেন, "এটি গুলি নাকি ককটেল বিস্ফোরণ, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।" নিহতের বিস্তারিত পরিচয় সংগ্রহ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

মগবাজারের মতো ব্যস্ত এলাকায় এমন আকস্মিক বিস্ফোরণ রাজধানীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে একজন সাধারণ যুবকের এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। ফ্লাইওভার থেকে চালানো এই বর্বরোচিত হামলার হোতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের সহকর্মীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ