ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাদির র’ক্তের দাগ না শুকাতেই ঢাবিতে কনসার্ট

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:২৮:২০
হাদির র’ক্তের দাগ না শুকাতেই ঢাবিতে কনসার্ট

হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর মাত্র এক সপ্তাহ না পেরোতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্করে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।

রাজু ভাষ্করে আজকের কনসার্টের পোস্টার এবং আয়োজনের ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এই কনসার্টকে অপ্রত্যাশিত ও শোকপ্রবণ সময়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে দেখছেন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এমন শোকের সময়ে এমন অনুষ্ঠান আয়োজন কি ঠিক?

গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিতে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

শহীদ শরিফ ওসমান হাদি-র মরদেহ ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-585) দিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে দাফন করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ