ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

২৯ ঘণ্টার 'ম্যাজিক': যত টাকা পেলেন ডা. তাসনিম জারা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১২:৫৮:২০
২৯ ঘণ্টার 'ম্যাজিক': যত টাকা পেলেন ডা. তাসনিম জারা

হাসান: প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে এক নতুন নজির স্থাপন করলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. তাসনিম জারা। যেখানে বড় বড় প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করে ভোটের সমীকরণ মেলানোর চেষ্টা করেন, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাত্র ২৯ ঘণ্টায় সংগৃহীত হয়েছে ৪৭ লাখ টাকা। মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক বার্তায় ডা. জারা জানান, তহবিলের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় আপাতত অনুদান গ্রহণ বন্ধ রাখা হয়েছে। এই অর্জনকে তিনি 'পুরোনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরানো বিজয়' হিসেবে অভিহিত করেছেন।

সাধারণ মানুষের ছোট ছোট অনুদানে গড়ে ওঠা এই তহবিলকে ডা. জারা সততা ও স্বচ্ছতার প্রতীক হিসেবে দেখছেন। তিনি বলেন, "অনেক প্রার্থী যেখানে ১০ থেকে ৫০ কোটি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, সেখানে সাধারণ মানুষের পকেটের টাকায় নির্বাচনি তহবিল গঠন হওয়াটা বড় এক পরিবর্তনের ইঙ্গিত।" তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঢাকা-৯ আসনে কোনো 'পেইড' বা বেতনভুক্ত কর্মী নিয়োগ দেওয়া হবে না। বরং মানুষের ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে তিনি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবকদের ওপর আস্থা রাখছেন।

নির্বাচনি তহবিল ব্যবস্থাপনায় নজিরবিহীন স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি জানান, সংগৃহীত অর্থের প্রতিটি পাই-পয়সার হিসাব কঠোরভাবে নিরীক্ষা করা হবে।

স্বচ্ছতা নিশ্চিতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে:

ক্যাশলেস অনুদান: কোনো নগদ টাকা নেওয়া হচ্ছে না; সব অর্থ আসছে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, যা সরাসরি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে।

পৃথক অ্যাকাউন্ট: অনুদানের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ নতুন এবং এতে কোনো ব্যক্তিগত লেনদেন করা হচ্ছে না।

হিসাব প্রদান: অনুদানের উৎস ও ব্যয়ের বিবরণ নিয়মিতভাবে জনগণের সামনে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

তহবিল পূর্ণ হওয়ার পর ডা. জারা এখন গুরুত্ব দিচ্ছেন সরাসরি প্রচারণায়। তার মতে, ঢাকা-৯ আসনের ৫ লাখ ভোটারের কাছে পৌঁছাতে সম্মিলিত শ্রম প্রয়োজন। তিনি তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দুটি বিশেষ অনুরোধ জানিয়েছেন:

১. সপ্তাহে অন্তত ৪-৮ ঘণ্টা সময় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়া।

২. নির্বাচনের দিন ভোটকেন্দ্রে 'পোলিং এজেন্ট' হিসেবে দায়িত্ব পালন করা। তিনি বিশ্বাস করেন, জনগণের সম্মিলিত শক্তির সামনে কোটি কোটি কালো টাকার প্রভাব কোনোভাবেই টিকবে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ