ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

পে-স্কেল নিয়ে শেষ হল বৈঠক: আসল যেসব সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৭ ২৩:১৩:৩৬
পে-স্কেল নিয়ে শেষ হল বৈঠক: আসল যেসব সিদ্ধান্ত

হাসান: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় বেতন কমিশনের এক উচ্চপর্যায়ের দীর্ঘ বৈঠকে খসড়া সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা এই বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিল।

ম্যারাথন বৈঠক ও অংশগ্রহণকারী: রাজধানীতে অনুষ্ঠিত এই বিশেষ সভাটি বুধবার বিকেল ৩টায় শুরু হয়ে বিরতিহীনভাবে রাত ৮টা পর্যন্ত চলে। পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খসড়া পরিমার্জন ও পরবর্তী পদক্ষেপ: সূত্রমতে, কমিশনের পক্ষ থেকে প্রস্তুতকৃত খসড়া বা ড্রাফট রিপোর্ট নিয়ে সভায় চুলচেরা বিশ্লেষণ করা হয়। কিছু ক্ষেত্রে সংশোধনের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রিপোর্টটি চূড়ান্ত করার আগে আরও অন্তত তিনটি পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে। কমিশন অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন সংস্থা ও সংগঠনের দেওয়া প্রস্তাবনাগুলো যাচাই করছে।

বাস্তবায়নের তিন ধাপ: বৈঠক শেষে জানা গেছে, নবম পে-স্কেল বাস্তবায়িত হবে তিনটি সুনির্দিষ্ট ধাপ অতিক্রম করার মাধ্যমে:

প্রথম ধাপ: পে-কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সম্বলিত রিপোর্ট জমা দেবে।

দ্বিতীয় ধাপ: কমিশনের রিপোর্টটি পর্যালোচনার জন্য সচিব কমিটির কাছে পাঠানো হবে।

তৃতীয় ধাপ: সচিব কমিটির সবুজ সংকেত পাওয়ার পর এটি উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপিত হবে।

উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পরই বহুল আলোচিত এই পে-স্কেলের গেজেট জারি করা হবে।

কমিশনের প্রত্যাশা: বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন সদস্য জানান, খসড়াটি প্রায় শেষ পর্যায়ে থাকলেও কিছু কারিগরি ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের কাজ চলছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে সক্ষম হবে। ১৮ লাখ সরকারি কর্মচারীর জীবনমান বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ