ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৬ ০০:২৭:২৭
নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল

হাসান: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা

আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে, রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ কয়েকজন নেতা সচিবালয়ে অবস্থিত অর্থ উপদেষ্টার দপ্তরে যান। তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদন জানিয়ে একটি লিখিত নথি জমা দেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, তারা ব্যক্তিগত সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। তবে ওই দিন উপদেষ্টা দপ্তরে উপস্থিত না থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি।

উপদেষ্টার দপ্তরের আশ্বাস, কর্মচারীদের অপেক্ষা

অর্থ উপদেষ্টার কার্যালয় সূত্রে কর্মচারী নেতাদের জানানো হয়েছে, সরকারি কর্মীদের বেতন কাঠামো ও সামগ্রিক সমস্যা সম্পর্কে উপদেষ্টা সম্পূর্ণভাবে অবগত। সংশ্লিষ্টরা আশাবাদী, খুব শিগগিরই আলোচনার জন্য তাদের তলব করা হবে।

এই আশ্বাসের মধ্যেই কর্মচারী সংগঠনগুলোর চোখ এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

কমিশনের সময়সীমা বনাম কর্মচারীদের দাবি

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে একটি বেতন কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

তবে কর্মচারীদের স্পষ্ট দাবি ছিল কমিশনের প্রতিবেদন যাই হোক না কেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এখন প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারী সরকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

ট্যাগ: সরকারি কর্মচারী আন্দোলন বাংলাদেশ অর্থনীতি নতুন পে স্কেল সরকারি সিদ্ধান্ত পে স্কেল গেজেট বেতন কাঠামো আজকের খবর সরকারি চাকরিজীবী নতুন পে-স্কেল ১৮ লাখ কর্মচারী অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ পে স্কেল আপডেট বেতন কমিশন সচিবালয় খবর চাকরি সংবাদ সরকারি গেজেট কর্মচারী দাবি সরকারি বেতন কাঠামো পে স্কেল নতুন পে স্কেল কবে হবে সরকারি পে স্কেল পে স্কেল ঘোষণা পে স্কেলের খবর পে স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারী পে স্কেল ১৫ ডিসেম্বর পে স্কেল ১৫ ডিসেম্বরের আল্টিমেটাম ডিসেম্বর ১৫ পে স্কেল জুলাই মাসে কমিশন গঠন সালেহ আহমেদ সরকারি কর্মচারী নেতা কর্মচারী নেতাদের আল্টিমেটাম অর্থ উপদেষ্টা পে স্কেল পে স্কেল আল্টিমেটাম শেষ সরকারি কর্মীদের দাবি পে স্কেল নিয়ে যা জানা গেল আল্টিমেটাম ব্যর্থ গেজেট জারি না হওয়ার খবর সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নিউ পে স্কেল সরকারি চাকুরিজীবী বেতন New Pay Scale Bangladesh Pay Commission Update Bangladesh Pay Scale Govt Employees Pay Scale Pay Scale Gazette BD Pay Scale Implementation Civil Servants Pay Scale 15 December Pay Scale Deadline Pay Scale Ultimatum BD December 15 Pay Scale News Pay Scale Announcement Saleh Ahmed Pay Scale Finance Advisor Pay Scale Government Employees Leader Pay Scale Meeting with Advisor Finance Advisor Saleh Ahmed Govt Staff Pay Scale Demand Pay Scale News Update No Pay Scale Announcement Ultimatum Expired Pay Scale BD Govt Pay Scale Status Bangladesh Govt Employees Unity Council Govt Employees Coordination Council New Salary Structure Govt BD 18 Lakh Govt Employees

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ