ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাদিকে হ’ত্যাচেষ্টা: যেভাবে দেশ ত্যাগ করল ২ শু’টার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ০১:০০:০৩
হাদিকে হ’ত্যাচেষ্টা: যেভাবে দেশ ত্যাগ করল ২ শু’টার

হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুই আততায়ী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার এই তথ্য যুগান্তরকে জানান।

হোসাইন শাহিদ বলেন, অভিযুক্ত দুই শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই পরিকল্পিতভাবে পলায়ন করে। তারা প্রথমে একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়ার দিকে যায়, সেখান থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। ময়মনসিংহে পৌঁছে তারা ওই গাড়ি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কার ব্যবহার করে।

পরবর্তীতে তারা ওই গাড়িতে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তের দিকে রওনা দেয়। সীমান্ত এলাকায় পৌঁছানোর পর তাদের অবৈধভাবে ভারতে পার করে দেওয়া হয় বলে জানা গেছে।

হোসাইন শাহিদ আরও জানান, যিনি মোটরসাইকেলে করে শুটারদের সীমান্তে পৌঁছে দিয়েছিলেন, তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে ওই সময় সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সূত্র অনুযায়ী, সীমান্ত পার হওয়ার পর ভারতীয় ভূখণ্ডে পৌঁছালে সেখানে আগে থেকে অপেক্ষমাণ আরেক ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়। পুরো পলায়ন প্রক্রিয়াটি ছিল সুপরিকল্পিত ও দ্রুত বাস্তবায়িত, যা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ