ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

২০২৫ জুলাই ০৯ ২২:২৩:৫৬
‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় ‘শাপলা’কে নির্বাচন ব্যবস্থার প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রতীকটির মর্যাদা রক্ষায় কমিশনের এ সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক। সে কারণে এটি কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহারের সুযোগ নেই। আইনগত দিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পূর্বেও একই সিদ্ধান্ত ছিল, এবারও তা বহাল রাখা হচ্ছে। তবে নতুন করে প্রতীকের তালিকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রস্তাবিত প্রতীকের তালিকায় তারা শাপলার পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও প্রস্তাব করেছে।

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কমিশনের পরিকল্পনায় এবার ১০০টিরও বেশি প্রতীক তালিকাভুক্ত করা হতে পারে, যা দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে।

ইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতীকের হালনাগাদ তালিকা প্রস্তুত করে তা শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ