ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি

স্বাস্থ্য ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৭ ২১:১০:৪১
যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক; স্ট্রোক বা ব্রেন অ্যাটাক হলো মস্তিষ্কে হঠাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এক প্রাণঘাতী পরিস্থিতি। প্রতি বছর প্রায় ১.৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হন বিশ্বজুড়ে, যার মধ্যে ৫০ থেকে ৬০ লাখ মানুষ স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—স্ট্রোকের ঝুঁকির সঙ্গে রক্তের গ্রুপের রয়েছে সরাসরি সম্পর্ক।

আমেরিকার ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা জানিয়েছেন, যাঁদের রক্তের গ্রুপ ‘A’, তাঁদের স্ট্রোকের আশঙ্কা অন্যদের তুলনায় অনেক বেশি। অন্যদিকে, ‘O’ গ্রুপের মানুষ সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছেন।

কোন রক্তের গ্রুপে কতটা ঝুঁকি:

* A গ্রুপ: অল্প বয়সেই স্ট্রোকের ঝুঁকি বেশি

* AB গ্রুপ: স্মৃতিভ্রংশ, নিউরো ডিজঅর্ডার এবং টিউবারকুলোসিসের ঝুঁকি তুলনামূলক বেশি

* B গ্রুপ: মাঝারি ঝুঁকিতে আছেন

* O গ্রুপ: তুলনামূলকভাবে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ

কেন হয় স্ট্রোক?

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত মানসিক চাপ, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি কারণে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়। তখন রক্তনালিতে রক্ত জমাট বাঁধে বা ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়—এটাই ব্রেন স্ট্রোকের মূল কারণ।

স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়:

1. ইস্কেমিক স্ট্রোক: রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না

2. হেমারেজিক স্ট্রোক: রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়

প্রতিরোধই সেরা প্রতিকার

বিশেষ করে A গ্রুপের মানুষদের উচিত নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা করানো, স্বাস্থ্যসচেতন জীবনযাপন করা এবং মানসিক চাপ কমিয়ে রাখা। কারণ সচেতনতা ও আগাম প্রস্তুতিই আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।

মনে রাখবেন: রক্তের গ্রুপ নিয়তি নয়, কিন্তু সচেতনতা আপনাকে বিপদ থেকে দূরে রাখতে পারে। নিজের রক্তের গ্রুপ জানুন, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করুন এবং স্বাস্থ্যবান থাকুন—কারণ একেকটি সচেতন পদক্ষেপই আপনাকে দিতে পারে জীবন রক্ষার চাবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ