ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মুসলমান পরিচয় থাকলেও এই ১৭ শ্রেণির মানুষ জান্নাতে যেতে পারবে না

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৬ ২১:৩৭:০৩
মুসলমান পরিচয় থাকলেও এই ১৭ শ্রেণির মানুষ জান্নাতে যেতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: নামমাত্র মুসলমান হলেই জান্নাত নিশ্চিত নয়—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক আলোচনায় তিনি এমন ১৭ শ্রেণির মানুষের কথা উল্লেখ করেন, যারা ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ থেকে বিচ্যুত থাকার কারণে জান্নাতের অধিকার হারাতে পারেন।

তার মতে, মুখে মুসলমান বললেই জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নেই। ঈমান, সঠিক বিশ্বাস, নেক আমল এবং খাঁটি নিয়ত—এই চারটি বিষয় মিলেই জান্নাতের পথ তৈরি হয়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, যারা ইসলামের ফরজ বিধান অবহেলা করে, গোনাহকে হালকা ভাবে দেখে কিংবা ধর্মীয় দায়িত্ব ভুলে যায়, তারা চরম ক্ষতির সম্মুখীন হতে পারে, যদিও তারা মুসলমান পরিচয় বহন করে।

তিনি যেসব শ্রেণির মানুষকে সতর্ক করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

1. লোক দেখানো ইবাদতকারী (রিয়া করা ব্যক্তি)

2. জাকাত, ফিতরা বা ফরজ দান এড়িয়ে যাওয়া

3. গিবত, অপবাদ ও পরনিন্দায় লিপ্ত থাকা

4. অহংকার, হিংসা ও দম্ভে জীবনযাপন করা

5. নামাজ ও রোজায় অবহেলা করা

6. কুফরি বা শিরকি বক্তব্যকে তুচ্ছ ভাবা

7. বিদআত প্রচলন ও অনুসরণ করা

8. বিপথগামী মতবাদ বা গোমরাহ দলের অনুসারী হওয়া

9. আল্লাহ ও রাসূলের আদেশ-নিষেধকে অবজ্ঞা করা

10. ইসলামকে দুনিয়ার স্বার্থে বিক্রি করা

11. অন্যের অধিকার জেনে-শুনে নষ্ট করা

12. পরিবার ও সমাজে অন্যায় ছড়িয়ে দেওয়া

13. মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা

14. সত্য জেনেও তা গোপন রাখা

15. ইসলামের শত্রুদের সহযোগিতা করা

16. ইচ্ছাকৃতভাবে হক পথ ছেড়ে দেওয়া

17. আল্লাহভীতিহীন ও গাফেল জীবন যাপন করা

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এদের অনেকেই ইসলামী দৃষ্টিকোণে মুনাফিক বা ফাসিক হিসেবে বিবেচিত হতে পারে। যদি তারা তওবা না করে মৃত্যুবরণ করে, তবে কুরআন ও হাদীস অনুযায়ী জান্নাত তাদের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে।

তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান—নিজের পরিচয়, বিশ্বাস ও আমলের বিশুদ্ধতার দিকে নজর দিতে হবে। সময় থাকতে গাফিলতি, ভুল আকীদা ও পাপ থেকে ফিরে এসে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসাই হবে বুদ্ধিমানের কাজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ