ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

হজযাত্রীদের বিমান ভাড়ায় শুল্ক প্রত্যাহার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৬:৩৭:২১
হজযাত্রীদের বিমান ভাড়ায় শুল্ক প্রত্যাহার

হাসান: আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়ায় আর কোনো আবগারি শুল্ক প্রযোজ্য হবে না—এমন ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জারি করা এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, হজযাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার লক্ষ্যেই প্লেনের টিকিটে আরোপিত আবগারি শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগেও হজযাত্রীদের জন্য একাধিকবার বিমান টিকিটে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল। সাধারণত আন্তর্জাতিক রুটে টিকিট ক্রয়ের সময় যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক দিতে হয় এবং বিমানসংস্থাগুলো এসব অর্থ সরকারি কোষাগারে জমা করে।

বর্তমানে সৌদি আরবগামী টিকিটের ওপর ৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপিত থাকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হজযাত্রীদের আর এ অতিরিক্ত শুল্ক প্রদান করতে হবে না।

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ