ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

দ্রুত বিয়ের জন্য ৫টি পরীক্ষিত আমল-দোয়া

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ২০:৫২:৩১
দ্রুত বিয়ের জন্য ৫টি পরীক্ষিত আমল-দোয়া

রাকিব: মানুষের জীবনকে পবিত্র ও শালীন পথে পরিচালিত করতে বিয়ের গুরুত্ব অপরিসীম। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, "হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে নেয়।" তবে নানা কারণে যারা সঠিক সময়ে বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না, তাদের জন্য ইসলামে বিশেষ কিছু আমল ও দোয়ার কথা বর্ণিত রয়েছে। একনিষ্ঠ বিশ্বাস ও ধৈর্যের সাথে এই আমলগুলো করলে আল্লাহর রহমতে বিয়ের পথ প্রশস্ত হয়।

১. সুরা ফুরকানের বিশেষ দোয়া ও সালাতুল হাজতপছন্দের ও নেককার জীবনসঙ্গী পেতে সুরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি অত্যন্ত কার্যকর। নিয়মিত সালাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করো।

২. আল্লাহর গুণবাচক নাম ‘ইয়া ফাত্তাহু’ পাঠদ্রুত বিয়ে সম্পন্ন হতে আল্লাহর গুণবাচক নাম 'ইয়া ফাত্তাহু' (হে উন্মুক্তকারী) পাঠ করার বিশেষ নিয়ম রয়েছে। যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রতিদিন ফজরের পর ৪০ বার এই নাম পাঠ করবেন। এভাবে টানা ৪০ দিন আমলটি করলে ইনশাআল্লাহ সুসংবাদ মিলবে।

৩. সুরা কাসাস ও মুসা (আ.)-এর দোয়াহজরত মুসা (আ.) যখন একাকী ও নিঃসঙ্গ ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। যারা একাকিত্বে ভুগছেন বা মনের মতো সঙ্গী খুঁজছেন তারা সুরা কাসাসের ২৪ নম্বর আয়াতের এই অংশটি পড়ুন:

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির। অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে কল্যাণই নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।

৪. সুরা ইয়াসিন ও সুরা দোহা’র আমলবিয়ের জটিলতা কাটাতে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পশ্চিমমুখী হয়ে সুরা ইয়াসিন পাঠ করার পরামর্শ দেন আলেমরা। সুরা ইয়াসিনে যেখানে যেখানে ‘মুবিন’ শব্দ রয়েছে, সেখানে শাহাদাত আঙুল দিয়ে সূর্যের দিকে ইশারা করা একটি প্রচলিত আমল। এছাড়া প্রতিদিন ১১ বার সুরা দোহা পাঠ করলে বিয়ের বাধা দ্রুত কেটে যায়।

৫. সুরা তাওবার শেষ আয়াতের আমলবিয়ের বিষয়ে কেউ বিমুখ হলে বা কোনো আলোচনা ভেঙে গেলে সুরা তাওবার ১২৯ নম্বর আয়াতটি পাঠ করুন:

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزেলْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ উচ্চারণ: ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ