ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সাবেক কাবা ইমাম নাকি এখন সিনেমার পর্দায়! জানা গেল আসল সত্য

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৭:৩৮:১১
সাবেক কাবা ইমাম নাকি এখন সিনেমার পর্দায়! জানা গেল আসল সত্য

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও এবং বিজ্ঞাপন নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক—একজন সাবেক কাবা শরীফের ইমাম এখন নাকি সিনেমার জগতে! তবে আসল সত্য কিছুটা ভিন্ন।

সৌদি আরবের পরিচিত ইসলামিক বক্তা এবং মসজিদের সাবেক ইমাম শায়খ আদিল বিন সেলিম আল কালবানি একবার একটি টেলিভিশন বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। সেই বিজ্ঞাপনে তার উপস্থিতি এবং কিছু ভিডিওতে নাচের দৃশ্য দেখা যাওয়ায় শুরু হয় বিতর্ক এবং বিভ্রান্তি।

অনেকেই সামাজিক মাধ্যমে দাবি করছেন, তিনি কখনো কাবা শরীফের ইমাম ছিলেন, আবার অনেকে বলছেন, তিনি ছিলেন কেবল একজন প্রভাবশালী ইসলামিক স্কলার ও স্থানীয় মসজিদের ইমাম। এই দ্বিধার মধ্যেই ভিডিওর কিছু অংশ ভাইরাল হয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

বিষয়টি ঘিরে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—ধর্মীয় ব্যক্তিত্বরা কি বিনোদন দুনিয়ায় অংশ নিতে পারেন না? নাকি সমাজের দৃষ্টিভঙ্গিই তাদের এমন সিদ্ধান্তকে ঘিরে হুমকির মুখে ফেলছে?

এ প্রসঙ্গে কেউ কেউ বলছেন, ব্যক্তি হিসেবে শায়খ আদিল তার মত ও পছন্দে স্বাধীন, তবে ধর্মীয় পরিচয়ের কারণে তার কার্যক্রম বেশি নজরে আসছে। অন্যদিকে, অনেকে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সব মিলিয়ে, ধর্ম, সংস্কৃতি এবং আধুনিকতার মিশেলে এমন ঘটনাগুলো আমাদের চিন্তা করতে বাধ্য করছে—ব্যক্তিগত পরিচয়, স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধের ভারসাম্য ঠিক কোথায়?

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ