ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নাটকীয়ভাবে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০২ ২২:৪৪:৫০
নাটকীয়ভাবে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে

নিজস্ব প্রতিবেদক: চোখ ধাঁধানো এক নাটকীয়তায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে। শুরুতে জয়ের পথে অনেকটাই এগিয়ে ছিল টাইগাররা, কিন্তু হঠাৎ এক ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে সব আশাই গুঁড়িয়ে যায়। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।

সহজ লক্ষ্য, কঠিন পরিণতি

২৪৫ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ একসময় মাত্র এক উইকেটে দলীয় ১০০ রানে পৌঁছে গিয়েছিল। মনে হচ্ছিল জয়টা কেবল সময়ের অপেক্ষা। কিন্তু হঠাৎ করেই ঘটে বিপর্যয়। ১০০ থেকে ১০৫ রানের মধ্যেই ৬ ব্যাটার ফিরে যান সাজঘরে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ শূন্য রানে আউট হয়ে দলকে চাপে ফেলে দেন।

শেষদিকে কিছুটা চেষ্টা করেছিলেন জাকের আলি। তার ৫০ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কিছুটা কমালেও জয় এনে দিতে পারেননি। ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৪৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো হয়নি তাদেরও—মাত্র ২৯ রানে হারিয়ে বসে তিন উইকেট। তবে এরপর কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কার দুর্দান্ত জুটি দলকে আবার পথ দেখায়। মেন্ডিস ৪৫ রানে এলবিডব্লিউ হলেও আসালঙ্কা একাই চালিয়ে যান লড়াই। তিনি তুলে নেন ১০৬ রানের দুর্দান্ত সেঞ্চুরি (১১৭ বল)।

বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪টি, তানজিম সাকিব ৩টি এবং শান্ত ও তানভীর ইসলাম একটি করে উইকেট নেন।

দুর্দান্ত শুরু, হতাশাজনক শেষ

বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা ছিল মন্দ নয়। তানজিদ হাসান ও ইমন মিলে গড়েন ২৯ রানের উদ্বোধনী জুটি। এরপর শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেটেও আসে কিছুটা স্থিতি, দল স্পর্শ করে ১০০ রান। কিন্তু শান্ত রানআউট হয়ে গেলে ঘটে সেই ভয়াবহ পতন।

মাত্র ৫ রান যোগ করতেই ফেরেন পরপর ৬ ব্যাটার। তিনজন আউট হন রানের খাতা না খুলেই। সবমিলিয়ে জয়ের স্বপ্ন দেখা টাইগাররা হতাশাজনকভাবে ম্যাচ হেরে বসে।

ম্যাচের নায়ক: আসালঙ্কা ও তাসকিন

এই ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন দুইজন —চারিথ আসালঙ্কা, যার সেঞ্চুরিতেই ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা,আর তাসকিন আহমেদ, যিনি বল হাতে একাই তুলে নেন প্রতিপক্ষের চারটি উইকেট।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ