সদ্য সংবাদ
১৪ দিনে ৯০০ ভূমিকম্পে কাঁপছে জাপান

নিজস্ব প্রতিবেদক: জাপানের দক্ষিণাঞ্চলের টোকারা দ্বীপপুঞ্জ যেন ভূমিকম্পের দোলাচলে দুলছে। গত ১৪ দিনে এই অঞ্চলে রেকর্ড করা হয়েছে ৯০০টিরও বেশি ভূমিকম্প। দিন-রাতের টানা কম্পনে দিশেহারা হয়ে পড়েছেন দ্বীপবাসীরা। ঘুমাতে পর্যন্ত ভয় পাচ্ছেন অনেকে। পুরো দেশজুড়ে আবারও বড় ধরনের সুনামির আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ২১ জুন থেকে টোকারার আশপাশের সমুদ্র অঞ্চলে ভূমিকম্পীয় সক্রিয়তা অস্বাভাবিকভাবে বেড়েছে। সর্বশেষ বুধবার রেকর্ড করা হয়েছে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প।
তবে এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের ভাষ্য, আপাতত সরাসরি সুনামির সম্ভাবনা নেই, কিন্তু নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনো সময় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নিতে বলা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জাপানি টিভি চ্যানেল এমবিসিকে বলেন, "ঘুমাতে গেলেই মনে হয় মাটি কাঁপছে। মনে হয় আবার ভূমিকম্প হবে। খুব ভয় লাগে।"আরেকজন, চিজুকো আরিকাওয়া জানান, “রাতে সমুদ্রের দিক থেকে গর্জন শুনতে পাই। ভূমিকম্প শুরু হওয়ার আগে এমন শব্দ শুনলেই গায়ে কাঁটা দেয়।”
আকুসেকিজিমা দ্বীপের ৬০ বছর বয়সী ইসামু সাকামোতো বলেন, “প্রথমে একটা ধাক্কা লাগে, তারপর পুরো ঘর যেন কেঁপে ওঠে। মাথা ঘুরে যায়, গা বমি লাগতে থাকে।”
টোকারা দ্বীপপুঞ্জে ১২টি দ্বীপের মধ্যে ৭টিতে মানুষের বসবাস। মোট জনসংখ্যা প্রায় ৭০০ জন। চিকিৎসাসেবার সুযোগ সীমিত—সবচেয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্র কাগোশিমায়, যেখানে যেতে ছয় ঘণ্টার ফেরি লাগে।
ভূমিকম্প আতঙ্কে পর্যটনেও প্রভাব পড়ছে। অনেক গেস্টহাউস নতুন বুকিং নিতে অস্বীকৃতি জানাচ্ছে, কারণ ভবিষ্যতে এগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন সাংবাদিকদের অহেতুক ঝামেলা না করতে অনুরোধ জানিয়েছে।
এদিকে এই ধারাবাহিক ভূমিকম্প ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব—শিগগিরই একটি বড় বিপর্যয় আসছে। বিশেষ করে জাপানি একটি পুরনো কমিক বইয়ে আর্টিস্ট রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী—২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ ভূমিকম্প হবে—নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
ফলে অনেকেই ইতোমধ্যে ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন।
উল্লেখ্য, জাপানে বছরে গড়ে প্রায় ১,৫০০ ভূমিকম্প ঘটে। তবে ২০১১ সালের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ মারা যাওয়ার পর থেকেই “দ্য বিগ ওয়ান” নামক একটি সম্ভাব্য মহা-ভূমিকম্পের ভয় দেশটির মানুষের মধ্যে রয়ে গেছে।
সরকার মনে করে, যদি “দ্য বিগ ওয়ান” সত্যি সংঘটিত হয়, তবে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করেই সরকার নতুন করে সুরক্ষা বাঁধ নির্মাণ, আধুনিক আশ্রয়কেন্দ্র এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি জোরদার করেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- ভারত কি ভাঙনের পথে! সত্যি হতে চলেছে ওবামার সতর্কবার্তা