ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

যেসব ফোনে আর চলবে না ইউটিউব

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০৬ ১৫:০৮:০৯
যেসব ফোনে আর চলবে না ইউটিউব

নিজস্ব প্রতিবেদক: বিনোদন থেকে শুরু করে শিক্ষা—ইউটিউব এখন মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পুরোনো ডিভাইস থেকে সরে আসছে ইউটিউব। ফলে বাংলাদেশের অনেক আইফোন ব্যবহারকারী এবার বড় ধরণের পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছেন।

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র iOS 16 অথবা তার পরবর্তী ভার্সন চালিত ডিভাইসেই ইউটিউব অ্যাপ সচল থাকবে। ফলে যেসব আইফোনে এই আপডেট ইনস্টল করা যায় না, সেখানে ইউটিউব অ্যাপ বন্ধ হয়ে যাবে।

যে আইফোনগুলোতে ইউটিউব অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে:

* iPhone 6s

* iPhone 6s Plus

* iPhone 7

* iPhone 7 Plus

* iPhone SE (প্রথম প্রজন্ম)

* iPod touch (7th Generation)

তবে চিন্তার কিছু নেই—এই ডিভাইসগুলোতে ইউটিউব অ্যাপ কাজ না করলেও, ব্যবহারকারীরা এখনও গুগল ক্রোম বা অন্য ব্রাউজার ব্যবহার করে ইউটিউব দেখতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ