ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ড. ইউনূসকে সম্মান দিন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন হলে উপদেষ্টাদের পদত্যাগ করুন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৩ ১৯:৩৪:৫৭
ড. ইউনূসকে সম্মান দিন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন হলে উপদেষ্টাদের পদত্যাগ করুন

নিজস্ব প্রতিবেদন: আমরা বিনীতভাবে আমাদের সম্মানিত উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছি—জাতির বৃহত্তর স্বার্থে ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর বর্তমান পদে বহাল রাখুন। যদি কারও মনে হয়, পদত্যাগই বর্তমান সমস্যার সমাধান হতে পারে, তবে দয়া করে মর্যাদার সঙ্গে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

গত কয়েক দিনে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে একটি তথ্য সামনে আসে—প্রধান উপদেষ্টা নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন। আমরা বিভিন্ন উৎস থেকে বিষয়টি যাচাই করার চেষ্টা করি। পরবর্তীতে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা মনে করছেন, রাষ্ট্র পরিচালনায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছেন না এবং এ কারণেই হতাশ হয়ে পদত্যাগের কথা ভাবছেন।

এই প্রেক্ষাপটে স্পষ্ট দেখা যাচ্ছে, বিএনপি ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর ফলে সরকারের অভ্যন্তরীণ ভারসাম্য ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের নীতিনির্ধারণী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলেই অনেকের অভিমত।

যদি সরকার শুরু থেকেই সকল পক্ষের সঙ্গে পরামর্শ করে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিত, তাহলে বর্তমান সংকট অনেকটাই এড়ানো যেত। দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত কোনো উপদেষ্টা দায় স্বীকার করে পদত্যাগ করেননি, যা দুঃখজনক।

ড. ইউনূস স্বভাবে হয়তো কঠোর হতে চান না, তবে উপদেষ্টা পরিষদের যেসব সদস্যকে ঘিরে প্রশ্ন উঠেছে, তাঁদের প্রতি আমাদের আবেদন—আপনারা যদি সত্যিই দেশের মঙ্গল চান, তবে বিবেকের তাড়নায় পদত্যাগ করুন। এটাই আপনার জাতির প্রতি সত্যিকারের দায়িত্ব।

এছাড়া, বিএনপির সঙ্গে দূরত্ব ঘোচাতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে, দূরদর্শী ও সমঝনাপূর্ণ মানসিকতার কিছু ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার কথা ভাবা যেতে পারে। আলোচনাই হওয়া উচিত সংকট উত্তরণের প্রধান পথ, হঠাৎ পদত্যাগ নয়।

সবশেষে, যারা নিজেদের অবস্থান নিয়ে বিতর্কিত হয়ে পড়েছেন, তাঁদের প্রতি পরামর্শ—আত্মসমালোচনার মাধ্যমে পদত্যাগ করাই হবে সম্মানের। এতে ব্যক্তি যেমন মর্যাদার আসনে থাকবেন, তেমনি রাষ্ট্রও উপকৃত হবে।

অতএব, আবারও বলছি—ড. ইউনূসকে তাঁর দায়িত্বে বহাল রাখুন। আর যারা মনে করেন, তাঁদের উপস্থিতি সংকট সৃষ্টি করছে, তাঁদের উচিত নিজের বিবেকের কাছে সৎ থেকে সিদ্ধান্ত নেওয়া।

–সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ