সদ্য সংবাদ
একদিন পরই জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক: মাত্র একদিনের ব্যবধানে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হলেও মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার সিএমএম আদালত জামিন মঞ্জুর করে।
থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে।
অভিযোগ কী ছিল?
২০২৪ সালে রাজধানীর ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম উঠে আসে। মামলাটিতে তার সঙ্গে আরও ১৬ জন শোবিজ তারকার নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া সোমবার আদালতে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে। তবে পরদিন সকালে পুনরায় আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
নুসরাত ফারিয়ার আইনজীবীরা দাবি করেছেন, মামলা ও গ্রেফতার "ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত"।