ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ: দেখুন নাটকীয় সমীকরণ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৭ ২০:২৫:২৮
বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ: দেখুন নাটকীয় সমীকরণ

হাসান: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন নাটকীয় নতুন মোড় নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে সেই সিদ্ধান্তের পরপরই নতুন এক সমীকরণ সামনে আসায় আবারও বিশ্বকাপে ফেরার ক্ষীণ হলেও সম্ভাবনা দেখছে টাইগাররা।

পাকিস্তানের অবস্থানেই বদলাতে পারে হিসাব

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জন্য নতুন করে দরজা খুলে যেতে পারে।

কোন পথে ফিরতে পারে বাংলাদেশ

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী দল সুযোগ পায় এ ক্ষেত্রেও বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছিল। তবে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরে গেলে আইসিসি বিশেষ বিবেচনায় বাংলাদেশকে প্রথম বিকল্প হিসেবে ভাবতে পারে।

এখানে মূল পার্থক্য হলো গ্রুপ বিন্যাস। পাকিস্তান ‘এ’ গ্রুপে থেকে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা। পাকিস্তান নাম প্রত্যাহার করলে সেই গ্রুপেই বাংলাদেশের জায়গা হতে পারে। এতে বিসিবির দাবি অনুযায়ী ভারতের মাটিতে না খেলেই শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

আইসিসির কৌশল নাকি চাপের রাজনীতি

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আইসিসির একটি কৌশলগত চালও হতে পারে। যে বাংলাদেশের পক্ষে পাকিস্তান বিশ্বকাপ বর্জনের হুমকি দিচ্ছে, সেই বাংলাদেশকে যদি পাকিস্তানের জায়গায় খেলতে দেওয়া হয়, তাহলে পিসিবির ওপর বড় চাপ তৈরি হবে। কারণ নিজেদের জায়গায় অন্য একটি দলকে সুযোগ করে দেওয়া পাকিস্তানের জন্য কূটনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে।

এখন সব নজর আগামী সপ্তাহের দিকে। পাকিস্তান কি সত্যিই বাংলাদেশের স্বার্থে নিজেদের অংশগ্রহণ থেকে সরে দাঁড়াবে, নাকি আইসিসির এই ‘মাস্টারস্ট্রোক’-এ পড়ে টুর্নামেন্টে থেকেই যাবে তার উত্তর সময়ই দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ