ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

ঢাকার গণপরিবহনে বৈদ্যুতিক বিপ্লব, শুরু ১ জুলাই

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৭ ১০:৪৫:১৭
ঢাকার গণপরিবহনে বৈদ্যুতিক বিপ্লব, শুরু ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে পরিবেশবান্ধব এক নতুন অধ্যায়—চালু হচ্ছে বৈদ্যুতিক বাস সার্ভিস। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এই আধুনিক পরিবহন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম।

শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি লিখেছেন, “ঢাকায় বৈদ্যুতিক বাস চালু হচ্ছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নগর পরিবহনে টেকসই ও ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রকল্পের মূল তথ্য:

* প্রাথমিক পর্যায়ে কেনা হবে ৪০০টি বৈদ্যুতিক বাস

* স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো

* পূর্ণ বাস্তবায়নের সময়সীমা: ২০৩০ সাল

অর্থায়ন:

* বিশ্বব্যাংক: ২,১৩৫ কোটি টাকা

* বাংলাদেশ সরকার: ৩৭৫ কোটি টাকা

বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক বাস চালু হলে ঢাকাবাসী উপভোগ করতে পারবেন এক শান্ত, নির্ভরযোগ্য ও দূষণমুক্ত গণপরিবহন ব্যবস্থা। একইসঙ্গে যানজট ও বায়ুদূষণ কমে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর পরিবহন খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলেই আশা সংশ্লিষ্টদের।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের তথ্যমতে,... বিস্তারিত