ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মিশা সওদাগরকে রাস্তায় মারধর? আসল ঘটনা কী বলছে

২০২৫ মে ১৫ ১১:৫৩:২৪
মিশা সওদাগরকে রাস্তায় মারধর? আসল ঘটনা কী বলছে

নিজস্ব প্রতিবেদক: বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও এবং একটি ছবি। সেখানে দাবি করা হচ্ছে, চিত্রনায়ক মিশা সওদাগর নাকি রাস্তায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ভিডিওর পাশাপাশি হাসপাতালের একটি ছবিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বিছানায় শুয়ে আছেন।

তবে যাচাই করে জানা গেছে, এই দাবির সঙ্গে সত্যের খুব কম মিল আছে।

প্রথমেই বলা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া। সেটিতে মিশা সওদাগরের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি অন্য একজনের ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।

যে ছবিটি ছড়ানো হয়েছে, সেটি সত্যি হলেও এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ছবিটি মিশা সওদাগরের হাঁটুর অস্ত্রোপচারের সময় তোলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছেন পুরনো একটি চোটের জন্য।

জানা গেছে, ২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময় একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে পড়ে যান এবং তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। শুরুতে প্রাথমিক চিকিৎসায় সমস্যা সাময়িকভাবে নিয়ন্ত্রণে থাকলেও, পরে বারবার ব্যথা পাওয়ার কারণে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রে গেছেন চিকিৎসা নিতে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান নিশ্চিত করে বলেন, মিশা ভাইয়ের হাঁটুর সফল অপারেশন হয়েছে ডালাসে। এখন তিনি বিশ্রামে আছেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

সব মিলিয়ে বলা যায়, মিশা সওদাগরকে নিয়ে ছড়ানো ভিডিওটি গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা নিচ্ছেন পুরনো এক দুর্ঘটনার কারণে। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন এবং অন্যদের জানাতে সহায়তা করুন।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ