ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

তামিমের ম্যাচ ফিক্সিং: ৪ বছরের কারাদণ্ড-কোটি টাকার জরিমানা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ০২:০১:০৩
তামিমের ম্যাচ ফিক্সিং: ৪ বছরের কারাদণ্ড-কোটি টাকার জরিমানা

হাসান: শ্রীলঙ্কার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির অংশীদার এই ব্যবসায়ীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত।

একই সঙ্গে তার ওপর ২ কোটি ৪০ লাখ লঙ্কান রুপি অর্থদণ্ড আরোপ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

আদালতে স্বীকারোক্তিতেই দোষ প্রমাণ

বিচার চলাকালে আদালতে তামিম রহমান নিজেই স্বীকার করেন, টুর্নামেন্ট চলাকালে তিনি নিজের দলের এক ক্রিকেটারকে অবৈধ প্রস্তাব দিয়ে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। এই স্বীকারোক্তির ভিত্তিতেই বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি দেন।

কঠোর আইনে রায়, ‘জিরো টলারেন্স’ বার্তা

শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা নিশ্চিত করতে ২০১৯ সালে প্রণীত দুর্নীতি দমন আইনের আওতায় এই রায় ঘোষণা করা হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে বলেন, খেলাধুলার প্রতি দর্শক ও সমর্থকদের আস্থা ধরে রাখতে ম্যাচ ফিক্সিং ও অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা জরুরি।

কীভাবে শুরু হয় মামলাটি?

এই ঘটনার সূত্রপাত ২০২৪ সালে, যখন ডাম্বুলা থান্ডার্সের এক ক্রিকেটার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান, তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়।

তদন্ত চলাকালেই দুবাই যাওয়ার পথে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেও বিচার শেষে তার বিরুদ্ধে এই চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।

আরেক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এই মামলায় আরও একজন গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ডাম্বুলা থান্ডার্সের তৎকালীন টিম ম্যানেজার মুজিবুর রহমান। পাকিস্তানি নাগরিক এই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।

ক্রীড়া বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে এই রায়কে শক্ত ও স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ