ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

আগামীকাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১৯:৩৮:৫৭
আগামীকাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাকিব: আগামীকাল শুক্রবার টানা ২৪ ঘণ্টা দেশের একটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নন্দনপুর ডিআরএসে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে কুমিল্লা সদর ও উপজেলা, কুমিল্লা বিসিক এলাকা, কুমিল্লা ইপিজেড এবং আশপাশের অঞ্চলগুলোতে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সব গ্রাহককেই এই সাময়িক ভোগান্তির মুখে পড়তে হবে।

বিজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন ভবিষ্যৎ সরবরাহ নিশ্চিত করতেই এই জরুরি কাজ করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ