ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

হু হু করে বাড়ছে সোনার দাম: জানুন আজকের স্বর্ণের মূল্য (২৯ জানুয়ারি)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১৯:১৯:১১
হু হু করে বাড়ছে সোনার দাম: জানুন আজকের স্বর্ণের মূল্য (২৯ জানুয়ারি)

হাসান: আজ বৃহস্পতিবার দেশের সোনার বাজারে ফের রেকর্ড ভাঙল দাম। এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানো হয়নি।

নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যেভাবে দাম বাড়ছে, তাতে খুব বেশি সময় না যেতেই দেশের বাজারে সোনার ভরি তিন লাখ টাকা ছুঁয়ে ফেলতে পারে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টা ১৯ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। উল্লেখযোগ্য বিষয় হলো গতকাল ভরিপ্রতি ৭ হাজার ৩৪৮ টাকা এবং তার আগের দিন মঙ্গলবার ৫ হাজার ২৪৯ টাকা দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ টানা দুই দিন সকালেই সোনার দাম বৃদ্ধির ঘোষণা এলো বাজুসের পক্ষ থেকে।

করোনার পর গত পাঁচ বছরে দেশ ও বিদেশ দুই বাজারেই সোনার দামে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রথমবার সোনার ভরি ১ লাখ টাকা ছাড়ায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ, অক্টোবরে দুই লাখ এবং গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পার করে সোনার দাম।

আজকের বাড়তির ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও সমানতালে বেড়েছে।

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে। তবে এর পেছনে মূল চালিকাশক্তি হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বিশ্ববাণিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাবেই সোনার দাম শিগগিরই ৭ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ