ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

পে-স্কেলের দাবিতে এমপিও শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৮ ১৬:৪৫:১১
পে-স্কেলের দাবিতে এমপিও শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

রাকিব: এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ৯ম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

দ্রব্যমূল্যের চাপ, পে-স্কেল না হলে জীবনযাপন দুর্বিষহ

বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠনের পর থেকেই দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ অবস্থায় নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের জন্য পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

বিবৃতিতে আরও প্রশ্ন তোলা হয়—পে-স্কেল কার্যকর না করার সিদ্ধান্ত থাকলে বেতন কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার যৌক্তিকতা কোথায়?

২৮–৩০ জানুয়ারি টানা কর্মসূচি, প্রেসক্লাবে সমাবেশ

দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানায়,

২৮ ও ২৯ জানুয়ারি: সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ

৩০ জানুয়ারি সকাল ১০টা: জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ

এই কর্মসূচির পাশাপাশি জোট নিজস্ব ব্যানারেও আন্দোলনে অংশ নেবে বলে জানানো হয়েছে।

৫ ফেব্রুয়ারিতে মানববন্ধনের আল্টিমেটাম

সংগঠনের নেতাদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে ৩০ জানুয়ারির প্রেসক্লাব সমাবেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করার কথাও ইঙ্গিত দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ