ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মামুনের বিরুদ্ধে লায়লা আখতারের চাঞ্চল্যকর দাবি

২০২৫ মে ১২ ১৪:৪৫:৪৫
মামুনের বিরুদ্ধে লায়লা আখতারের চাঞ্চল্যকর দাবি

টিকটক দুনিয়ার আলোচিত জুটি লায়লা আখতার ও প্রিন্স মামুন আবারও নতুন বিতর্কে জড়ালেন। এবার লায়লার অভিযোগ, মামুন তাকে মারধর করে সন্তান নষ্ট করেছেন।

টিকটকার অনামিকা ঐশীসহ আরও কয়েকজন নারীর সঙ্গে মামুনের ঘনিষ্ঠতার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ঐশীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন মামুন। এ ঘটনায় লায়লা ক্ষোভ প্রকাশ করে মামুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

১১ মে রাতে একটি ভিডিও বার্তায় লায়লা বলেন, “আমি মামুনকে নেশা করতে বাধা দিতাম। মদ খেতে নিষেধ করতাম। মেয়েদের সঙ্গে নষ্টামি করতে বারণ করতাম। এ কারণেই আমাকে খারাপ বানানো হয়েছে। ২০২৩ সালে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।”

লায়লা আরও দাবি করেন, “মামুন আমার পেটে লাথি মেরে সন্তান নষ্ট করেছে। এরপরও আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। সে আমার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছে। গাড়ি-বাড়ি কিনে দিতে বলেছে। গতকাল সকালে সে আমার বাসায় এসে গালিগালাজ করেছে।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামুনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লায়লার এই চাঞ্চল্যকর অভিযোগে টিকটক দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ