ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

ঘূর্ণিঝড় ‘শক্তি’ আসছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের যে অঞ্চল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১১ ১৭:২৭:২৫
ঘূর্ণিঝড় ‘শক্তি’ আসছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের যে অঞ্চল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ধীরে ধীরে তৈরি হচ্ছে মৌসুমের আরেকটি ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম ‘শক্তি’। এটি মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে সৃষ্ট হতে পারে এবং ২৪ থেকে ২৬ মে’র মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে—এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

‘শক্তি’ নামটি এসেছে শ্রীলঙ্কার প্রস্তাবিত তালিকা থেকে। ঝড়টি ভারতের ওডিশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা।

আবহাওয়াবিদ পলাশ আরও জানান, বঙ্গোপসাগরের পরিবেশ দিন দিন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য বেশি উপযোগী হয়ে উঠছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি উপকূলবর্তী জনগণকে আগাম সতর্ক থাকার আহ্বান জানান এবং ঝড় মোকাবিলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার মানসিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

সোহাগ আহমেদ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের তথ্যমতে,... বিস্তারিত