সদ্য সংবাদ
হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত অপু বিশ্বাস নুসরাত ফারিয়া জাহেদ খানসহ ১৭ তারকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনা, নিপুণসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় গুলিবর্ষণের ঘটনায় এই মামলা দায়ের করেন এনামুল হক নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জন সদস্যসহ শতাধিক অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত তারকারা আন্দোলন দমন করতে আর্থিক সহায়তা দিয়েছেন। বাদীর দাবি, গুলিতে তিনি আহত হন ও অজ্ঞান হয়ে পড়েন। ভাটারা থানার ওসি জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।
সোহাগ /