ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

এবার বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২৩ ১৪:১১:৫১
এবার বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে মার্কিন প্রশাসন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু তাই নয়, আরও ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে, যাদের ভবিষ্যতে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে প্রবাসীদের আইনি সহায়তা নেওয়া এবং সব ধরনের প্রস্তুতি রাখা জরুরি। নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বেশি, এবং সেখানে অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশিদের অপমানজনকভাবে ফেরত পাঠানো না হয়। এ প্রসঙ্গে মার্কিন প্রশাসন আশ্বাস দিয়েছে, যেসব বাংলাদেশির বিরুদ্ধে কোনো অপরাধ নেই, তাদের মর্যাদার সঙ্গে ফেরত পাঠানো হবে।

বর্তমান বাস্তবতায়, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি অভিবাসীদের জন্য সচেতনতা, আইনি প্রস্তুতি ও সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ