সদ্য সংবাদ
রিয়াজ যেখানে আবেগে ভেসেছিলেন, শাকিব খান ছিলেন হিসেবি

নিজস্ব প্রতিবেদক: ‘মনের মাঝে তুমি’ যখন বড়সড় হিট হয়ে গেল, তখন রিয়াজ ও পূর্ণিমার রসায়ন ছিল দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমার সাফল্যের পর টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে কার্টুন পর্যন্ত—তাদের মুখ everywhere! জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও, ক্যারিয়ারের একটা মোড়ে এসে রিয়াজ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ঠিক সেই সময়েই অন্য এক গল্প লিখছিলেন শাকিব খান। তিনি শুধু সুদর্শন নায়ক ছিলেন না, বরং শুরু থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ হিসেবি ছিলেন। সিনেমার পারিশ্রমিক পেলেই শুধু নিজের জন্য খরচ করতেন না, বরং সেই টাকায় নিজেকে আরও স্টাইলিশ, পর্দায় আরও আকর্ষণীয় করে তুলতেন।
একবারের ঘটনা, এফডিসিতে সকালে এক সিনেমার মহরত হলো। বিকেলে শাকিব খান বললেন, “সাহেব, আমার গাড়িতে উঠেন।” আমি উঠলাম। সোজা গুলশান ২-এর এক দামি কাপড়ের দোকানে নিয়ে গেলেন। একটার পর একটা জামা কিনছেন—সব পরবর্তী সিনেমার জন্য। তখন একেকটা টি-শার্টের দাম পড়ছে ২৫ হাজার টাকা! আমি অবাক হয়ে বলি, “২৫ হাজারে তো ২৫টা কাপড় কিনতে পারতেন!” কিন্তু শাকিব জানতেন, তার পর্দার লুকটাই আসল।
তিনি বুঝে গিয়েছিলেন, জনপ্রিয়তার পাশাপাশি একটা ‘স্টার ইমেজ’ তৈরি করতে হয়, যেটা শুধু অভিনয়ে নয়, স্টাইল ও উপস্থিতিতেও ফুটে ওঠে। রিয়াজ যেখানে আবেগে ভেসে গিয়ে টিভিতে ঘন্টার পর ঘন্টা ফ্রি শো করতেন, সেখানে শাকিব সবকিছু করতেন পরিকল্পনা মাফিক।
এমনকি অ্যান্ড্রয়েড ফোনের যুগ শুরু হওয়ার সময়েও শাকিব নিজের চারপাশে এমন নিরাপত্তা রাখতেন যেন কেউ তার ভিডিও না করতে পারে। তিনি শুধু প্রয়োজনীয় জায়গায় সাক্ষাৎকার দিতেন, না হলে চুপচাপ থাকতেন।
এই কৌশলই তাকে এনে দেয় বড় সফলতা। মাত্র দুই বছরেই তার পারিশ্রমিক পৌঁছে যায় ৩০ লাখ টাকায়। কারণ, তিনি জানতেন—সুপারস্টার হওয়া যায় না শুধু অভিনয়ে, দরকার পরিকল্পনা, স্টাইল এবং নিজের ইমেজ ধরে রাখার প্রবল ইচ্ছা।
এইজন্যই বলা হয়, শাকিব খান যেখানে দূরদর্শী ও কৌশলী, রিয়াজ সেখানে একটু আবেগপ্রবণ হয়েছিলেন।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- এই ৪টি নিদর্শন থাকলে বুঝে নিন—আল্লাহ আপনাকে ভালোবাসেন!
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!