ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

"আমি আসছি, একে একে সবার বিচার করব" ভারতে অবস্থানরত শেখ হাসিনার বার্তা ঘিরে তোলপাড়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১০ ১৩:৩২:১৩
"আমি আসছি, একে একে সবার বিচার করব" ভারতে অবস্থানরত শেখ হাসিনার বার্তা ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে জোরালো গুঞ্জন। ৮ এপ্রিল একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা নাকি শিগগিরই বাংলাদেশে ফিরছেন, এবং তার এ প্রত্যাবর্তনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক উত্তেজনা।

প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন। সেসব কথোপকথনের কিছু অডিও ফাঁস হয়ে গেছে, যেখানে তাকে দেশে ফিরে প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিতে শোনা গেছে।

বিশিষ্ট ভারতীয় সংবাদমাধ্যম NDTV ও আনন্দবাজার পত্রিকা সহ একাধিক জনপ্রিয় পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়, ৭ এপ্রিল রাতে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেন: "চিন্তা কোরো না, আমি আসছি। আল্লাহ আমাকে কোনো উদ্দেশ্যেই বাঁচিয়ে রেখেছেন। সময় আসবে, যেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন হয়েছে, তার বিচার হবে।"

এছাড়া, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসকে ইঙ্গিত করে বলেন: "ইউনুস জনগণকে কখনোই ভালোবাসেননি। তিনি শুধু ক্ষমতার লোভে দেশের ক্ষতি করেছেন।"

ভারতীয় মিডিয়া সূত্রে জানা যায়, শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বাংলাদেশে এখন সাংবাদিক, আইনজীবী, পুলিশ এমনকি শিল্পীরাও হামলার শিকার হচ্ছেন। ধর্ষণ বা ডাকাতির মতো অপরাধ নিয়ে রিপোর্ট করলে, সেই সংবাদমাধ্যমই টার্গেট হচ্ছে।

ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবাররাও। তারা বর্ণনা করেন ভয়াবহ নির্যাতনের কথা। এর জবাবে শেখ হাসিনা বলেন: "এরা মানুষ না। সবাই একদিন বিচারের মুখোমুখি হবে। আল্লাহ এ অন্যায় কখনো সহ্য করবেন না।"

প্রসঙ্গত, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের একাধিক নেতা আগেই আভাস দিয়েছিলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরলে তিনি ফিরে আসবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও এক ভিডিও বার্তায় জানান, মার্চের মধ্যেই শেখ হাসিনার ফেরার সম্ভাবনা রয়েছে।

তবে এই সব খবর ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ভারতীয় কিছু গণমাধ্যম দায়িত্বজ্ঞানহীন ও অতিরঞ্জিত সংবাদ ছড়াচ্ছে। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন—একদা স্বৈরাচারী বলে পরিচিত শেখ হাসিনার দেশে ফিরে আসার আদৌ কোনো সুযোগ আছে কি?

–সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ