ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

জাতীয় নির্বাচনের আগে বিএনপির দুঃসংবাদ: বাদ পড়ল আরও এক প্রার্থী

২০২৬ জানুয়ারি ২৩ ০২:৩২:৫৩
জাতীয় নির্বাচনের আগে বিএনপির দুঃসংবাদ: বাদ পড়ল আরও এক প্রার্থী

দ্বৈত নাগরিকত্বের আইনি বেড়াজালে আটকে গেল বিএনপির আরও এক হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী স্বপ্ন। কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারালেন তিনি।

​আদালতের রায় ও আইনি প্রেক্ষাপট ​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দেন।

আইনজীবীদের তথ্যমতে, গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার সুনির্দিষ্ট অভিযোগ ছিল, যার ভিত্তিতে আগেই তার মনোনয়নপত্র বাতিল করেছিল ইসি। উচ্চ আদালত সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বহাল রাখলেন। ​বিএনপির জন্য নতুন সংকট ​নির্বাচনের আগমুহূর্তে গফুর ভূঁইয়ার মতো প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় কুমিল্লা-১০ আসনে বিএনপি বড় ধরনের প্রার্থী সংকটে পড়ল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ আসনে এখন নতুন করে নির্বাচনী কৌশল সাজাতে হবে বিএনপিকে। দলটির তৃণমূল নেতা-কর্মীদের মাঝেও এই রায়কে কেন্দ্র করে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ